কলকাতার জুনিয়র ডাক্তারদের পাশে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। দিল্লির এইমস থেকে চণ্ডীগড়ের আইএস জিপমার। কোথাও কর্মবিরতি, কোথাও কালো ব্যান্ড পরে কাজ করলেন চিকিৎসকরা। চিকিৎসক নিগ্রহে কড়া আইনের দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীরও দ্বারস্থ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। ১৭ জুন কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এমারজেন্সি ছাড়া আর সব পরিষেবাই স্তব্ধ হওয়ার আশঙ্কা।
Last Updated: June 15, 2019, 10:55 IST