এবার বন্ধ হয়ে যাচ্ছে ১০ মিনিটে ডেলিভারির পরিষেবা। গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় সরকার দ্রুত ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে '১০-মিনিট ডেলিভারি' বন্ধ করার নির্দেশ দিয়েছে। ব্লিঙ্কিট, জেপটো, জোমাটো, সুইগি-সহ বড় বড় প্ল্যাটফর্মের সঙ্গে একটি বৈঠক হয়েছে, সেখানেই দ্রুত ডেলিভারি নিয়ে ডেলিভারি কর্মীদের যা দাবি ছিল, তা নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে কেন্দ্র। ব্লিঙ্কিট তাদের ব্র্যান্ডিং থেকে ১০-মিনিট ডেলিভারি দেওয়ার ট্যাগলাইবন তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য সংস্থাগুলিও সিদ্ধান্ত নিয়েছে এই সংক্রান্ত সময়সীমা তুলে নেবেন। এই পদক্ষেপের লক্ষ্য হল গিগ কর্মীদের জন্য আরও বেশি নিরাপত্তা, সুরক্ষা এবং উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করা। গিগ কর্মীদের নিরাপত্তার বিষয়টি সংসদের শীতকালীন অধিবেশনেও উঠেছিল, যেখানে আপ সাংসদ রাঘব চাড্ডা যুক্তি দিয়েছিলেন যে ১০-মিনিট সময়সীমা কর্মীদের অবাস্তব লক্ষ্য পূরণের জন্য রাস্তায় ঝুঁকি নিতে বাধ্য করে।
Last Updated: Jan 13, 2026, 21:04 IST


