Murshidabad- আজ সারাদিনের মুর্শিদাবাদ

Bangla Digital Desk | News18 Bangla | 08:23:27 PM IST Dec 01, 2021

কৌশিক অধিকারীঃ কান্দিঃ বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ডে, কান্দি মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে জনসচেতনতার প্রচার করা হল। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র, কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শান্তনু সেন, কান্দি বিধায়ক অপূর্ব সরকার, খড়গ্রাম বিধায়ক আশিষ মার্জিত, ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির ও কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পৌরসভার প্রশাসক দেবাশিস চ্যাটার্জী ।

মূলত, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুর্ঘটনা রোধে সচেতনতা বার্তা দিতেই এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। পাশাপাশি একটি মোটর বাইক মিছিল করা হয়। কান্দি বাসস্ট্যান্ডে থেকে শুরু করে বহরমপুর রবীন্দ্র সদন পর্যন্ত এই বাইক মিছিল যায়, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করতে।

লেটেস্ট ভিডিও