কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ একটি অভিনব সখ পূরণ করলেন এক রাজ মিস্ত্রি, যা দেখলে চমকে যাবে যে কেউ। মুর্শিদাবাদের জলঙ্গীর কীর্তনীয়াপাড়ার নাজমুল মন্ডল, পেশায় রাজমিস্ত্রি। রোজগার করতে কখনো কখনো ভিন রাজ্যেও পাড়ি দিতে হয়। তবে ওই যুবকের একটি ইচ্ছে ছিল, তার নিজের একটি ছোট্ট বাড়ির।আর সেটিকে সুন্দর করে সাজিয়ে তোলা। সবই ঠিক ছিল, ভিত কাটা থেকে ইট গাঁথা, ছাদ পাড়া থেকে প্লাস্টার। এভাবেই চলছিল তার ঘর সাজানোর কাজ, মোটামুটি সবই হয়েছে। এবার একটি বক্স খাটের দরকার। ফার্নিচারের দোকানে গিয়ে দাম শুনে, মাথায় হাত। একটি বক্স খাটের দাম সর্বনিম্ন ৪০ থেকে ৪৫ হাজার টাকা। ফার্নিচারের দোকান থেকেই সিদ্ধান্ত নেয় নিজে হাতে বক্স খাট তৈরি করবে। কিন্তু কাজ জানা না থাকলে, তা সম্ভব কি করে? তবে একটু সময় লাগলেও ঠিকই করে ফেললেন বক্স খাট। তবে হ্যাঁ, এই বক্স খাট সেই বক্স খাট না। এটা সম্পূর্ণ ইট বালি সিমেন্ট পাথরের তৈরি বক্স খাট, যা দেখলে আপনিও চমকে যাবেন। চমৎকার করে বানানো এই বক্স খাট মাত্র ১১ হাজার টাকায়। তিনি নিজে এই বক্স খাট করার পর প্রতিটা মানুষকেও এমনই খাট করার কথা বলেন।