নদিয়ার ভীমপুরে মাছ ধরতে গিয়ে বাজ পরে মৃত্যু হল তিন জনের

Bangla Editor | News18 Bangla | 08:26:28 AM IST Jun 02, 2021

নদিয়ার ভীমপুর থানার কুলতলা ট্যাংরা খালে মাছ ধরতে গিয়ে বাজ পরে মৃত্যু হলো তিন জনের। ঘটনায় আহত আরও ৭ থেকে ৮ জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়।স্থানীয় সূত্রে খবর, ভীমপুর থানার টেংরা খালে আজ বেশ কয়েকজন মাছ ধরতে যায়।এদিন দুপুরে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারা বৃষ্টি হয় নদিয়া জেলার বিভিন্ন অংশে।আর তখনই বাজ পড়ে আহত হয় বেশ কয়েকজন।আহত অবস্থায় প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এখনও পর্যন্ত চিকিৎসাধীন ৮ জন। মৃত তিন জনের নাম হাফিজুল মন্ডল, যাদব ঘোষ এবং সুপ্রীয় ঘোষ। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ নদিয়ার বিষ্ণুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করলো আশা কর্মীরা।মূলত কোভিড পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে বিশেষ ভূমিকায় ছিল আশা কর্মীরা।বর্তমান করোনা কালে তাদের দিয়ে বাড়তি পরিশ্রম করাতে হাসপাতাল থেকে ঔষধ নিয়ে করোনা আক্রান্ত রোগীর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশ এসেছে আর তাতেই সৃষ্টি তৈরি হয়েছে সমস্যার।আশাকর্মীদের দাবি প্রতিমাসে যা টাকা পান সেই তুলনায় কাজ অনেক বেশি।বাড়ি থেকে হাসপাতালে এসে ঔষধ নিয়ে তা করোনা আক্রান্ত রোগীর বাড়িতে পৌছে দিতে যে গাড়ি ভাড়া খরচ হয় তাতে মাস শেষে কিছুই থাকছে না।অবিলম্বে প্রতিমাসে বেতন বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি তুলে এদিন বিক্ষোভ প্রদর্শন করে আশা কর্মীরা।

লেটেস্ট ভিডিও