কামড়ানো সাপ ধরে, হাসপাতলে নিয়ে এসেও শেষ রক্ষা হল না

Bangla Editor | News18 Bangla | 12:36:16 PM IST Aug 18, 2021

দক্ষিণ ২৪ পরগনা: সাপে কামড়ানোর পর সাপ ধরে হসপিটালে নিয়ে আসার পরও ডায়মন্ডহারবার হসপিটালে মৃত্যু হল এক ব‍্যক্তির। ওই ব‍্যক্তির নাম অজিত সরদার। ভোররাতে ওই ব‍্যক্তিকে সাপে কামড় দেয়। পরে অজিতের পরিবারের লোক আলো জ্বেলে সাপটিকে ধরে ফেলেন। ফলতার সুজাপুরে নিজের বাড়ি থেকে পরিবারের লোকজন ঘন্টাখানেকের মধ‍্যে তাকে হাসপাতালে নিয়ে আসে। এর কিছু পড়েই মারা যান ওই ব‍্যক্তি। ঘটনায় পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। যদিও হসপিটাল কর্তৃপক্ষের দাবি, সংকটজনক অবস্থায় ওই রোগীকে আনা হয়েছিল। সেজন‍্যই বাঁচানো যায়নি। /বিয়ে বাড়ি যাওয়ার পথে  অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে  মৃত্যু হল অটোর পাঁচ যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরও ছয় জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার শিবানীপুর এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছায় ফলতা ও ডায়মন্ড হারবার থানার পুলিশ। স্থানীয়রা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা পাঁচ জন কে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

লেটেস্ট ভিডিও