#শিলিগুড়ি ও জলপাইগুড়ি: করোনাবিধি মেনেই জলপাইগুড়িতে পালিত হল ঈদ উৎসব। জলপাইগুড়িতে বিভিন্ন মসজিদগুলোতে জনাকয়েক মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে পালিত হল পবিত্র ঈদ। করোনার কারণে এবার শুধু নামাজেই পালন করা হয়।নামাজের পর যে যার বাড়িতে গিয়ে কুরবানীর ঈদ পালন করে। অন্যান্যবারের তুলনায় লোকের সমাগম অনেকটাই কম ছিল এবারের ঈদে।
অন্যদিকে, ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের ১৩ জন কর্মী পুলিশের গুলিতে নিহত হয়। সেই তখন থেকেই এই দিনটিকে যুব কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন। আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের তরফে দিনটিকে পালন করা হয় রাজীব ভবনে। জেলা যুব কংগ্রেসের সভাপতি ভোলা রাউৎ দলীয় পতাকা উত্তোলন করে দিনটিকে স্মরণ করেন। এরপর শহীদবেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করা হয়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক সরকার, গনেষ ঘোষ, শত্রুগণ সিংহা সহ অন্যন্যরা।
পাশাপাশি শিলিগুড়িতেও একেবারে অনাড়ম্বরে পালিত হয় শহীদ দিবস। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব হলে পালিত হয়। এছাড়াও শিলিগুড়ির আইএনটিটিইউসি এনজেপি, মনিটরিং কমিটি এনজেপি ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে নেতাজি মোড় এলাকার নেতাজি মূর্তির পাদদেশে শহীদবেদীতে পুষ্পার্ঘ্যের মাধ্যমে দিনটি উদযাপিত করা হয়।