দক্ষিণ ২৪ পরগনা: স্থানীয় মৎস্যজীবীর জালে ধরা পরল বিরল প্রজাতির ডলফিন । দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের কুন্দখালি গ্রামের পাঁচু সরদার রাতে পিয়ালি নদীতে জাল পেতে দিয়ে আসেন। সকালে সেই জাল তোলার সময় দেখেন জালে জড়িয়ে ডলফিন। এরপর, ফরেস্ট অফিসে ও কুলতলি থানায় খবর দেওয়া হয় । মনে করা হচ্ছে, ইয়াসের পর জলস্ফীতিতে স্থানীয় এই নদীতে চলে আসে বিরল প্রজাতির ডলফিন টি। সেখানেই জেলেদের জালে আটকে যায়। ডলফিনটির মুখে ইলিশ ধরার জাল জড়িয়ে থাকায়, দীর্ঘ দিন ধরে না খেতে পেয়ে অনাহারে মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান প্রশাসনের। পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা দল বিরোধী কার্যকলাপের জন্য চারজনকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন। পাথরপ্রতিমার রামগঙ্গা পার্টি অফিসে কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য অপূর্ব দাস, ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য খোকন দাস, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ব্লক শিক্ষা সংগঠনের সম্পাদক স্বপন গিরি এবং স্বপন গিরি স্ত্রী কে বহিষ্কার করা হয়।