Haldia News- হলদিয়ায় কাউন্সিলরের উদ্যোগে 'কোভিড গ্রীন ভলেন্টিয়ার্স' টিম গঠন হল। 

Bangla Digital Desk | News18 Bangla | 08:49:55 PM IST Jan 06, 2022

#হলদিয়া: হলদিয়া পুর এলাকার নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলির উদ্যোগে, ৩০০ জন যুবককে নিয়ে গঠন করা হল "কোভিড গ্রীন ভলেন্টিয়ার্স" টিম। মাস্ক, স্যানিটাইজার, ঔষধ পত্রের পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা যেমন থাকছে, তেমনি  ৮০০১৪৭৭২২৩ নম্বরে যে কোনো পরিষেবার জন্য ফোন করলে ২৪ ঘন্টা পরিষেবা প্রদান করা হবে। বৃহস্পতিবার সেই পরিষেবা প্রদানের অনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। হলদিয়া পুরসভার কাউন্সিলর আজগর আলি বলেন, "করোনার কালে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য হলদিয়া যুব যোদ্ধারা প্রস্তুত রয়েছে।"

লেটেস্ট ভিডিও