জল নিকাশি সহ একাধিক দাবিতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

Bangla Editor | News18 Bangla | 08:57:05 AM IST Aug 20, 2021

জল নিকাশি সহ একাধিক দাবিতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির। এলাকার জল নিকাশির দাবিতে, ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। বৃষ্টির জমা জলে প্রায় ২০ থেকে ২৫ দিন ভুক্তভুগী শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। ফলে এলাকার ঘরে ঘরে থাবা বসাচ্ছে জ্বর সহ অন্যান্য জল জনিত রোগ। এছাড়াও বর্ষার জলে নষ্ট হয়ে গেছে অনেকের মাটির বাড়ি। এলাকার জল নিকাশির দাবিতে সরব হয় বিজেপি। বিজেপির অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত বল্লুক গ্রাম পঞ্চায়েতের দিকে। জাতীয় সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারী দের সরিয়ে রাস্তা উন্মুক্ত করে। যান চলাচল স্বাভাবিক হয়।

লেটেস্ট ভিডিও