মাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়ে আমডাঙ্গায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

Bangla Editor | News18 Bangla | 09:42:18 AM IST Jul 06, 2021

আমডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : একাদশ শ্রেণীতে উঠতে না পেরে স্কুল কতৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে আমডাঙ্গার মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে ক্ষোভে ফেটে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা। পড়ুয়াদের দাবি  স্কুল কতৃপক্ষের গাফিলতির কারনে এমন আট মাধ্যমিক পরীক্ষার্থীকে মাধ্যমিক পাস করানো হইনি। করোনাকালে মুল্যয়ন করিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা  হয়। কিন্তু এই স্কুলের আট পড়ুয়াকে কোনো মুল্যয়ন পত্র দেওয়া হইনি। যেকারণে একাদশ শ্রেণীতে তারা ভর্তি হতে পারছেনা। ফলে চরম  বিপাকে পড়ে এদিন প্রতিবাদে স্কুলে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষের দাবী ছিল এই আট পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই না করে বাড়ি চলে গিয়েছিল। আর তাতেই এই বিপত্তি ঘটে বলে দাবি। আট পড়ুয়ার পরিবারের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিকের জন্য ফি কাটলো, আর দেখল না আট মাধ্যমিক পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই করেনি। আর সেই অবস্থায় বোর্ডের কাছে নাম পাঠালো কি করে। এমনইঅভিযোগ তুলে  মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে ক্ষোভে ফেটে পড়ে অনুত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীরা। বীজপুর, উত্তর ২৪ পরগনা : বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীজপুর থানার হালিশহর জেটিয়া পঞ্চায়েতের মালঞ্চ রোড সংলগ্ন এলাকায়। রবিবার রাতে স্থানীয়রা মালঞ্চ রোডের ধারে আগাছার জঙ্গলে পচাগলা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অন্য কোথাও খুন করে প্রমান লোপাটের জন্য মৃতদেহটিকে নির্জন এলাকায় ফেলা হয়েছে। তদন্তে নেমেছে বীজপুর থানার পুলিশ।

লেটেস্ট ভিডিও