হাবড়া পৌরসভা এবং হাবরা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আজ হাবরার কলতানে এক প্রশাসনিক বৈঠক করেন হাবরা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক ও রাজ্যের বন মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়। মূলত বৈঠকে স্থির হয় এই লকডাউন চলাকালীন প্রশাসনের পূর্ণ সহযোগিতা এবং সরকারি নির্দেশিকা মানার জন্য। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে সাংবাদিক সম্মেলনে জানান এই লকডাউন চলাকালীন প্রতিটি ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতি তাদের উক্ত এলাকার মধ্যে যেন সমস্ত বৃদ্ধ-বৃদ্ধাদের পূর্ণ সহযোগিতা করেন। এবং পৌরসভার একটি রটেশন অনুসারে টোয়েন্টিফোর ইনটু সেভেন আওয়ার্স হেলপ্লাইন সেল খোলা থাকবে। এছাড়াও বিধানসভা ফলের নিরিখে পুরনো দল বদলুদের দের উদ্দেশ্যে তিনি জানান 'যারা চলে গেছে তাদের আর কোন জায়গা নেই , তারা সব পচা আলু তারা আমাদের দলে এসে আমাদের দল টাকে আরো নষ্ট করবে। আপাতত তারা দু বছর বসে থাকুক পরে ভাবা যাবে। রেশন নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিকের।