রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা : বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিন্ন করে বেড়িয়ে আসতে চেয়েছিল প্রেমিকা। তার জেরেই প্রেমিকের হাতে খুন হতে হল প্রেমিকাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার গংরাই এলাকায়। এদিন ভোরবেলায় বাড়ি থেকে লাঙ্গলবেরিয়ায় কাজের উদ্দেশ্যে বেড়িয়েছিল ঐ গৃহবধূ। কিন্তু গংরাই স্কুলের কাছে আসতেই ঘটে বিপত্তি। আশেপাশে কেউ না থাকার সুযোগে প্রেমিকার পেটে ছুরি মারে অভিযুক্ত প্রেমিক শুভেন্দু মন্ডল। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেমিকা অঞ্জনা মন্ডলের। খুন করে মৃতদেহের পাশেই বসেছিল প্রেমিক শুভেন্দু। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে, ও দেহ ময়নাতদন্তের জন্য পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। /ঘূর্ণিঝড় ইয়াস বিপর্যয়ের পর থেকেই সুন্দরবন ও উপকূল এলাকায় স্থায়ী বাঁধ তৈরির দাবি ক্রমশ জোরালো হচ্ছে। সুন্দরবনের মানুষের এই দাবিকে সমর্থন জানিয়ে এবার পথে নামল মানবাধিকার সংগঠন 'এপিডিআর'৷ পরিবেশ-বান্ধব স্থায়ী বাঁধ তৈরি এবং ইয়াস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য মাসিক ভাতা সহ ১০ দফা দাবিতে নামখানার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মানবাধিকার সংগঠনের সদস্যরা। সুন্দরবনের মানুষ, প্রকৃতি ও পশু পাখিকে বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে নামখানার দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য পদযাত্রাও করেন এপিডিআর-এর কর্মীরা।