একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির অন্যতম স্লোগান হয়ে ওঠে 'খেলা হবে'। এই দুটি শব্দ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল একটি সভায় বক্তব্য রাখার সময় বলেন। যার পর ছোট্ট ওই শব্দ দুটি মন কেড়ে নেয় কর্মী-সমর্থকদের। তৈরি হয় গান, গান থেকে ডিজে গান। আর তা ছড়িয়ে পরে রাজনৈতিক আঙ্গিনা থেকে বিয়ে বাড়ি সর্বত্র। এমনকি শাসক দল তৃণমূল ছাড়াও বিরোধীদের মুখেও বারংবার এই দুটি শব্দ শোনা যায়। আর এখন সেই দুটি শব্দ দখল করল কাপড়ের বাজার। বীরভূমে আর মাত্র দিন কয়েক পরেই রয়েছে ভোটগ্রহণ। আর এই ভোট গ্রহণের আগে সিউড়ী সহ বীরভূমের একাধিক কাপড়ের বাজারে লক্ষ্য করা গেল 'খেলা হবে' টি-শার্ট। মূলত সাদা রঙের গোল গলা টি-শার্টের সামনে লাল রংয়ের লেখা 'খেলা হবে' বিপুল জনপ্রিয়তা পেয়েছে। কোন কোন টি-শার্টের আবার 'খেলা হবে' এর সাথে জুড়েছে 'বন্ধু এবার খেলা হবে'। আর এই নতুন ধরনের রাজনৈতিক স্লোগান মাখানো টি-শার্ট মন কেড়েছে সাধারণ ক্রেতাদেরও। এই ধরনের টি-শার্ট বিক্রেতাদের থেকে জানা যাচ্ছে, শুধু সাদা নয় অন্যান্য রঙের টি-শার্টের ক্ষেত্রেও এমন স্লোগান লেখা টি-শার্টের যোগান রয়েছে। তবে জনপ্রিয়তা বেশি সাদা রঙের উপরই। কারণ হিসাবে তারা মনে করছেন গরমকাল এবং সাদার উপর ওই লেখা বেশ খেলছে। ইতিমধ্যেই যে পরিমাণ টি-শার্ট আনা হয়েছিল তার অধিকাংশ বিক্রি হয়েছে এবং পরবর্তীতে আরও এই ধরনের টি-শার্ট আসবে বলেও জানা যাচ্ছে। এর পাশাপাশি বিক্রেতারা এটাও জানিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও সাধারণ মানুষ সবথেকে বেশি ঝুঁকেছেন এই ধরনের টি-শার্টের উপর। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ভোটের পাশাপাশি চৈত্র সেল এর চাহিদাকে আরও বাড়িয়েছে। অন্যদিকে শাসকদল তৃণমূল ছাড়াও এই স্লোগান এখন সবার মন কেড়ে নেওয়ায় খরিদ্দারা কোনরকম দ্বিধা না রেখেই কিনে ফেলছেন নিজেদের জন্য টি-শার্ট। অন্যদিকে হাতের কাছে এমন জনপ্রিয় স্লোগান লেখা টি-শার্ট পেয়ে খরিদ্দাররাও বেশ খুশি। এমনটা জানা যাচ্ছে তাদের থেকেই। পাশাপাশি তারা এই ধরনের টি শার্ট কেনার সময় এটাও দাবি করছেন, "এবছর তো খেলা অবশ্যই হবে। এই মাটিতেই খেলা হবে। আমরাও খেলায় অংশগ্রহণ করব ভোটদানের মধ্য দিয়ে।"