বাঁকুড়া:ঝকঝকে দাঁত, আর প্রাণ খোলা হাসির বিকল্প নেই। কিন্তু আপনার দাঁত যদি হলদেটে কিংবা কালচে অথবা লালচে হয়, তাহলে সেই প্রাণ খোলা হাসিটা দমকা হাওয়ার মতই শুরু হতেই শেষ হয়ে যায়। তবেকি দাঁত একটু হলুদ হলেই ডেন্টিস্ট এর কাছে দৌড়তে হবে? হলদে দাঁতকে ঝকঝকে সাদা দাঁত কিভাবে করবেন ? কাঁড়ি কাঁড়ি টাকা খরচ নয়! আপনার ঘরেই রয়েছে দাঁত সাদা রাখার দারুন সব রেমেডি। কিন্তু আদতে কোন কোন ক্ষেত্রে ঘরোয়া রেমেডি কাজ করবে সেটাই খোলসা করে বলে দিলেন, ডঃ দেবাঙ্গনা চৌধুরি।
Last Updated: Feb 22, 2024, 21:48 IST


