Ahiritola House Collapse: বিপর্যয়ের মাঝেই 'লক্ষ্মী' এলো ঘরে, মেয়ের মৃত্যুদিনেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন আহিরীটোলার বধূ

Bangla Digital Desk | News18 Bangla | 07:45:40 PM IST Sep 29, 2021

বুধবার দুর্যোগে আহিরীটোলার বাড়ি ভেঙে পরে (Ahiritola House Collapse), ধ্বংসস্তূপে আটকে পরেন অন্তঃসত্বা। বিপর্যয়ের মাঝেই 'লক্ষ্মী' এলো ঘরে, কন্যাসন্তানের জন্ম দিলেন গঙ্গা ঘোড়ুই! মা হলেন আহিরীটোলার আহত মহিলা৷ মা এবং সদ্যজাত দু’জনেই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

লেটেস্ট ভিডিও