Partha Chatterjee : পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা, কে এই Subhra Ghoroi ?

Bangla Digital Desk | News18 Bangla | 10:32:00 PM IST Aug 02, 2022

স্বভাবে শান্ত। পাড়াতেও বিবাদ নেই। সকলের সামনে পার্থ চট্টোপাধ্যায়কে চটি ছুড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন গৃহবধূ শুভ্রা ঘড়ুই। দাঁতের যন্ত্রণায় নিজে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে কী প্রচণ্ড রাগে এমন পদক্ষেপ শুভ্রার? এই ঘটনা ঘটিয়ে ফেলে অবশ্য নিরাপত্তাহীনতা এবং ভয়ে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন শুভ্রা।

লেটেস্ট ভিডিও