চাকরির মানসিকতা থেকে বেরিয়ে নিজে কিছু করার তাগিদ কি রয়েছে আধুনিক প্রজন্মের? কী বলছেন বিশেষজ্ঞরা?

Bangla Editor | News18 Bangla | 12:36:43 AM IST Jul 26, 2021

অন্যের অধীনে চাকরি করার মানসিকতা থেকে বেরিয়ে নিজে কিছু করার তাগিদ কী রয়েছে আধুনিক প্রজন্মের? কী ভাবে আজকের বাঙালিরা? কী বলছেন বিশেষজ্ঞরা? অনেকেই বলেন, বাঙালি এখনও চাকরিতেই অভ্যস্ত। বাঙালি নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। বাঙালি ঝুঁকি নিতে চায় না। কেউ কেউ তো আবার বাঙালিকে অলস বলেও দেগে দেন। পেশার ক্ষেত্রে বাঙালির বদনাম বহুদিনের। বাঙালির ব্যবসা করার মানসিকতা নেই। এমনটাও শোনা যায় প্রায়ই। আসলে কী ব্য়াপারটা তাই! তবে সম্প্রতি ডোম পদের জন্য ইঞ্জিনিয়ার ও মাস্টার ডিগ্রিধারীদের আবেদন যেন আরও একবার বাঙালির চাকরিপ্রেমের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

লেটেস্ট ভিডিও