ট্যাংরা কাণ্ডে জেরার মুখে অপরাধ স্বীকার ছোটভাই প্রসূনের। স্ত্রী রোমি, মেয়ে প্রিয়ম্বদা ও বৌদি সুদেষ্ণা তিন জনকেই খুনের কথা কবুল করলেন প্রসূন দে। উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় দেওয়া বয়ানে স্ত্রী ও বৌদি কে খুনের কথা কবুল করেন প্রসূন। থানায় সোমবার জিজ্ঞাসাবাদে মেয়েকেও শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেন প্রসূন। আজ, মঙ্গলবার আদালতে পেশ করা হবে প্রসূন দে'কে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হবে পুলিশের তরফে। বিএনএস ১০৩(১) অর্থাৎ খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Last Updated: Mar 04, 2025, 12:33 IST


