শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে দুটি বিমানে (Plane) ভারতীয়দের আনা হবে। এরইমধ্যে এখনও পর্যন্ত রাজ্যের রেসিডেন্ট কমিশনার মারফত কেন্দ্রের বিদেশমন্ত্রকের (Foreign Ministry) কাছে তিনজনের খবর পাঠানো হয়েছে।