ট্যাংরায় আত্মহত্যা নয়, তিনজনকেই খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, একদম ঠান্ডা মাথায় খুন করা হয়েছে সুদেষ্ণা দে, রোমি দে এবং রোমির মেয়ে প্রিয়ংবদাকে। খুনের পর বাড়ি থেকে বের হন তিনজন– দুই ভাই প্রণয় এবং প্রসূন দে এবং বড় ভাইয়ের ছেলে।
Last Updated: Feb 21, 2025, 11:57 IST


