Saltlake Guest House Blast: সল্টলেকের গেস্ট হাউসে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলেন এক মহিলা

Bangla Digital Desk | News18 Bangla | 11:35:58 PM IST Jan 27, 2022

সল্টলেকের একটি গেস্ট হাউজের চার তলায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Saltlake Guest House Blast)। প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সল্টলেকের বিএ ব্লকের একটি গেস্ট হাউসের চার তলার একটি ঘরে বিস্ফোরণ হয় (Saltlake Guest House Blast)।বিকট শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। খবর দেওয়া হয় পুলিশে! ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ ও দমকল বাহিনী। দরজা ভেঙে ঝলসে যাওয়া অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয়েছে! বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মহিলা।  কীভাবে হল বিস্ফোরণ? খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

লেটেস্ট ভিডিও