সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিল নির্বাচন কমিশন৷ ওই দিন দিল্লিতে কমিশনের সদর দফতরে যাবেন তৃণমূলনেত্রী৷ ১৫ জনের প্রতিনিধি দল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনে গিয়ে সাক্ষাৎ করার কথা৷ প্রসঙ্গত আজই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল৷ যদিও সেই যাত্রা স্থগিত হয়েছে৷ এ দিন সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আজ দিল্লি না গেলেও আগামিকাল যেতে পারি, পরশুও দিল্লি যেতে পারি৷



