Asani Cyclone Alert: নবান্নে অশনি-সতর্কতা বৈঠক, ছুটি বাতিল পুরসভায়! দেখুন বিস্তারিত

Bangla Digital Desk | News18 Bangla | 10:00:56 PM IST May 08, 2022

অশনি আশঙ্কায় ছুটি বাতিল কলকাতা পুরসভার কর্মচারীদের। কলকাতা পুরসভার সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রয়োজনে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাব যতদিন থাকে ততদিন পর্যন্ত এই ছুটি বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন পুর কমিশনার বিনোদ কুমার। পাশাপাশি পুরসভার নিকাশি, জঞ্জাল সাফাই, উদ্যান বিভাগ, সিভিল এবং আলো, জল সরবরাহ-সহ সমস্ত বিভাগের ডিজিদের আমফান-এর মতো প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে অস্থায়ী জেনারেটর সেট। (Asani Cyclone Alert)

লেটেস্ট ভিডিও