সস্তা সুতোই কি প্রাণ নিল দুধের শিশুর, কী বলছে তদন্ত, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:45:45 PM IST Mar 02, 2020

#কলকাতা: সুতো কাণ্ডে কাঠগড়ায় এনআরএস৷ সস্তা সুতোয় অস্ত্রোপচারের কারণে শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ উঠে এসেছে একাধিক প্রশ্ন৷ তথ্য অনুযায়ী, সেন্ট্রাল মেডিকেল স্টোরে নথিভুক্ত সংস্থাই চিকিৎসা সরঞ্জামের জন্য দরপত্র দিতে পারে৷ এবার দরপত্র দিয়েছিল তিনটি সংস্থা৷ বরাত পাওয়া সংস্থার সুতোতেই বিপত্তি৷ এখন খতিয়ে দেখাা হচ্ছে, কোন সংস্থার কোন ব্যাচের সূতো ব্যবহার করা হয়েছিল এনআরএস-এ৷

লেটেস্ট ভিডিও