IMD West Bengal Weather: কোথাও গায়ে চাদর। কোথাও সোয়েটার। শীতের আগেই শীত শীত ভাব। জেলায় জেলায় নামছে পারদ। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী চার পাঁচ দিনে। স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল দার্জিলিঙে পারদ ঠেকেছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে।
Last Updated: November 12, 2025, 21:17 IST