Oscar-এ ইমনের বাংলা গান! গর্বের মুহূর্তে কী বলছেন Iman Chakraborty ?

Last Updated : কলকাতা
Iman Chakraborty Song Oscar: এই প্রথম কোনও বাংলা গান অস্কার মঞ্চে অরিজিনাল স্কোর নমিমেশনে স্থান পেল। গানের নাম ‘ইতি মা’। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন। গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান। এটি ‘ পুতুল’ ছবির গান। ছবিটি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর ও মুমতাজ সরকার। ‘পুতুল’ এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Oscar-এ ইমনের বাংলা গান! গর্বের মুহূর্তে কী বলছেন Iman Chakraborty ?
advertisement
advertisement