Ahiritola Accident: বিপর্যয়ের মাঝেই লক্ষ্মী এল ঘরে! মা হলেন আহিরীটোলার আহত মহিলা

Bangla Digital Desk | News18 Bangla | 01:11:11 AM IST Sep 30, 2021

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি। মঙ্গলবার রাত থেকেই কলকাতায় ভারি বৃষ্টি চলছে। প্রবল দুর্যোগ চলছে রাজ্যজুড়ে। আর এমন অঝোর বৃষ্টিতে ভেঙে পড়েছিল কলকাতার আহিরীটোলার একটি বাড়ি। বুধবার দুর্যোগে আহিরীটোলার সেই বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পরেন এক অন্তঃসত্বা মহিলা। গঙ্গা ঘোড়ুই নাম সেই মহিলার। আর এমন বিপর্যয়ের মাঝেই 'লক্ষ্মী' এল তাঁর ঘরে। কন্যাসন্তানের জন্ম দিলেন গঙ্গা ঘোড়ুই! মা হলেন আহিরীটোলার আহত মহিলা। মা এবং সদ্যজাত দুজনেই স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল।

লেটেস্ট ভিডিও