CPIM Brigade 2025: আজ, রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ। চারটি গণসংগঠনের ডাকে ব্রিগেডে সমাবেশ। প্র্যরেড গ্রাউন্ডে চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ দুপুর তিনটেয় শুরু হবে ব্রিগেড সমাবেশ। বামফ্রন্টের একাধিক সংগঠনের প্রতিনিধিরা ব্রিগেডে থাকবেন। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন-সহ কলকাতার আটটি জায়গা থেকে মিছিল বের হবে।
Last Updated: Apr 20, 2025, 08:45 IST


