কলকাতা হাইকোর্টে আইপ্যাক কাণ্ডে তৃণমূল এবং ইডি-র করা মামলার শুনানিতে বেনজির কাণ্ড৷ এজলাসে তুমুল হট্টগোল, বিশৃঙ্খলার জেরে মামলার শুনানি পিছিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ বৃহস্পতিবার আইপ্যাক-এর অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি৷ পাল্টা ইডি-র বিরুদ্ধে মামলা করে তৃণমূলও৷ যদিও এজলাসে বিশৃঙ্খলার কারণে সেই এ দিন সেই দুটি মামলারই শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ আগামী ১৪ জানুয়ারি বেলা ২ টোয় মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি শুভ্রা ঘোষ৷
Last Updated: Jan 09, 2026, 19:18 IST


