ভবানীপুরে ভোট প্রচারের শেষদিনে সকালে-বিকেলে ভবানীপুরের ৮০ জায়গায় দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) হয়ে প্রচারে নামছে ৮০ বিজেপি নেতা। সেই তালিকায় যেমন আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তেমনই রয়েছেন সদ্য নিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), আবার শেষদিন প্রচারে ঝড় তুলবেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও।
প্রসঙ্গত, রবিবারই ভবানীপুরের ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলায় শান্তি বিরাজ করছে, সেই কারণে বাংলাকে রোমের শান্তি সম্মেলনে ডাকা হয়েছিল। কিন্তু তাঁকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেই কারণে মোদি সরকারকে হিংসুটে বলে কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, তিনি যদি রোমে যাওয়ার জন্য ফিট না হন, তাহলে কোনটা ফিট আর কোনটা আনফিট? তাঁর আরও প্রশ্ন, নিজের ভাল মন্দ কি তিনি বুঝবেন না? তিনি বলেছেন, সৌজন্যতার খাতিরেই তিনি অনুমতি নিয়েছিলেন। তিনি চান বিদেশমন্ত্রকের সঙ্গে ভাল সম্পর্ক। তবে তাঁকে যেতে না দিয়ে যে তাঁর মুখ বন্ধ করা যাবে না, সেই বিষয়টিও চ্যালেঞ্জের সুরে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতাকে ডাকা সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে বঙ্গ বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি না দেওয়ার জন্য বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।