Akhilesh Yadav: 'এক আকেলি লড় জায়েঙ্গি, জিতেগি অউর বড় জায়েগি...' মঞ্চে আবেগ অখিলেশের গলায়

Last Updated : কলকাতা
Akhilesh Yadav: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় আবেগে ভাসলেন অখিলেশ যাদব। এদিন মঞ্চে পা দিয়ে নেত্রীর প্রশংসা শুরু করেই নিজের বক্তৃতা শুরু করেন সমাজবাদী পার্টি প্রধান। তিনি বলেন, ‘‘বহুদূর পর্যন্ত দিদির দলের কর্মীরা রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে, এই কর্মসূচিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দিদি যে ভাবে তাঁর কর্মীদের সঙ্গে দেখা করছেন, এই যে নেতা এবং কর্মীদের সুসম্পর্ক, এটাই দলকে মজবুত করে। অখিলেশ যাদব আরও বলেন, এক আকেলি লড় জায়েঙ্গি, জিতেগি অর বড় জায়েগি।’ দিদি একা লড়ছেন এমন নয়, কর্মী সমর্থকদের নিয়ে জীবন বাজি রেখে লড়াই করে চলেছেন আর এভাবেই এগিয়েও যাবেন আগামী দিনে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Akhilesh Yadav: 'এক আকেলি লড় জায়েঙ্গি, জিতেগি অউর বড় জায়েগি...' মঞ্চে আবেগ অখিলেশের গলায়
advertisement
advertisement