corona virus btn
corona virus btn
Loading

এবিভিপির র্টার্গেট যাদবপুর, এর জেরেই কী রণক্ষেত্র হয়ে উঠল রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ?

Bangla Editor | News18 Bangla | 10:44:10 PM IST Sep 20, 2019

এবিভিপির র্টার্গেট যাদবপুর। আর এর জেরেই কী রণক্ষেত্র হয়ে ওঠে রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়? দিল্লিতে জেএনইউ দখলের লক্ষ্যপূরণ হয়নি। যাদবপুরেও দাঁত ফোটানোর চেষ্টা চলছে কয়েক বছর ধরে। গত ফেব্রুয়ারিতে যাদবপুরে ইউনিট খুলেছে এবিভিপি। নিজেদের শক্তি দেখাতে বৃহ্স্পতিবার নবীন বরণের আয়োজন। সেখানেই সংগীতশিল্পী হিসেবে আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয়।

লেটেস্ট ভিডিও