ফের নিজের ফিটনেস দিয়ে সবাইকে চমকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার কলকাতায় উদ্যোগপতি এবং তরুণ ব্যবসায়ীদের সঙ্গে একটি আলাপচারিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক৷ সেই অনুষ্ঠানের ফাঁকেই উপস্থিত কয়েকজন তরুণ উদ্যোগপতির সঙ্গে মঞ্চে উঠে বুক ডন অথবা পুশ আপ দেন তিনি৷ কয়েক মিনিটের শারীরিক কসরতে মঞ্চে থাকা অন্যান্যদের টেক্কাই দেন অভিষেক৷
Last Updated: November 05, 2025, 02:43 IST