Spain: ঠিক যেন সিনেমার দৃশ্য! মাদক পাচারকারীদের ধরল স্পেন পুলিশ, ফুটেজ দেখলে চোখ কপালে উঠবে

Bangla Digital Desk | News18 Bangla | 06:48:48 PM IST Apr 25, 2023

রিল নয়। রিয়েল। তবু যেন সিনেমার মত। মাদক পাচারকারীদের ধরতে স্পেনের পুলিশের দুরন্ত চেজ। মালোরকায় রীতিমত পাচারকারীদের নৌকা ধাওয়া করল পুলিশের স্পিডবোট। অভিযোগ, উত্তর আফ্রিকা থেকে বারশো কেজি হাশিস নিয়ে নৌকায় চম্পট দিচ্ছিল পাচারকারীরা। তবে শেষরক্ষা হয়নি। ড্রাগ-সহ গ্রেফতার পাচারকারীরা।

লেটেস্ট ভিডিও