জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জানিয়েছে, সোমবার ৮ ডিসেম্বর রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার অর্থাৎ ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জেএমএ বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার (৩০ মাইল)।
Last Updated: December 09, 2025, 00:56 IST