Imran Khan: ইমরান খান নিয়ে ধোঁয়াশা! জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ঘিরে নানা জল্পনা! ইমরান খানকে জেলে খুন করার খবর একাধিক মিডিয়ায়! জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩ সপ্তাহ দেখা করতে না দেওয়ার অভিযোগ ইমরান খানের বোনের। ইমরানের দলের নেতাদের সঙ্গেও দেখা করতে ‘বাধা’ দেওয়ার অভিযোগ। রাওয়ালপিন্ডির জেলের বাইরে উত্তেজনা। ইমরানের সঙ্গে দেথা করতে দেওয়ার দাবিতে জেলের বাইরে ধরনায় ইমরানের বোন ও সমর্থকরা।
Last Updated: November 27, 2025, 10:01 IST