Howrah News- সিকিমের যুবককে নয় মাস আশ্রয় দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিল কলেজ ঘাটের মোহম্মদ

Bangla Digital Desk | News18 Bangla | 07:57:00 PM IST Dec 13, 2021

বন্ধুত্ব, সম্পর্ক, মানবিকতা যে কোন বেড়াজাল মানে না, ধর্ম মানে না, তা আবারও প্রমানিত হল হাওড়ার ৪৮ কলেজ ঘাট রোডে। টানা নয় মাস সিকিমের এক মানসিক ভারসাম্যহীন যুবককে আশ্রয় দিয়ে তাকে পরিবারের হাতে‌ ফিরিয়ে দিল কলেজ ঘাটের মহম্মদ সুমনাহারের‌ পরিবার, যা মানবিক নজির বলেই মনে করছে এলাকার মানুষ।

লেটেস্ট ভিডিও