সব লড়াই শেষ, চলে গেলেন অভিনেতা ইরফান খান, চোখের জলে বিদায়

Bangla Editor | News18 Bangla | 02:07:44 PM IST Apr 29, 2020

শোকস্তব্ধ বলিউড থেকে হলিডউ৷ বাদ নেই টলিউডও ৷ থমকে অভিনয় দুনিয়া ৷ সবাইকে কাঁদিয়ে ৫৩-তেই বিদায় প্রিয় অভিনেতার ৷ প্রয়াত অভিনেতা ইরফান খান ৷ মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ বয়স হয়েছিল ৫৪ ৷ মস্তিষ্কে এক জটিল টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। যার নাম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’।

লেটেস্ট ভিডিও