Primary Tet Result: প্রাথমিক টেটের ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ! কত জন পাশ করলেন?

Last Updated : শিক্ষা
Primary Recruitment Case: প্রাথমিকের টেটের ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সন্ধে ছটা থেকেই প্রাথমিকে টেটের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। wbbpe.gov.in-এই ওয়েবসাইট মারফত পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৩০৯০৫৪ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। উত্তীর্ণ হলেন ৬৭৫৪ জন। এক থেকে দশের মধ্যে ৬৪ জন পরীক্ষার্থী স্থান পেয়েছেন, ফলাফল প্রকাশ করে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ এর ২৩ এ ডিসেম্বর পরীক্ষা হয়েছিল টেট, ৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হলেন প্রাথমিক এর টেটে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/শিক্ষা/
Primary Tet Result: প্রাথমিক টেটের ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ! কত জন পাশ করলেন?
advertisement
advertisement