corona virus btn
corona virus btn
Loading

মাঠে যাওয়া বন্ধ, বাড়ির উঠোনেই অনুশীলন করছেন জাতীয় দলের ফুটবলার পলি

Bangla Editor | News18 Bangla | 04:45:17 PM IST May 03, 2020

অনুশীলন বন্ধ, মাঠে যেতেও পারছেন না৷ তাই বলে অনুশীলন বন্ধ রাখেননি জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় পলি কোলে৷ দাদা-বৌদি এবং ছোট্ট ভাইপোর সঙ্গে গৃহবন্দি জীবন কাটাতে কাটাতে রোজই নিজের বাড়ির উঠোনে অনুশীলন বজায় রেখেছেন পলি৷ হুগলির সিঙ্গুরের বাড়িতেই আপাতত নিজেকে তৈরি রাখছেন জাতীয় দলের এই ডিফেন্ডার৷জাতীয় দলে খেললেও পলির পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়৷ তাই তাঁর পাশে দাঁড়িয়েছেন অনেকেই৷

লেটেস্ট ভিডিও