Coronavirus Update: শীর্ষে কলকাতা, রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ!

Bangla Digital Desk | News18 Bangla | 11:22:39 PM IST Oct 17, 2021

দুর্গাপুজো (Coronavirus Update) মিটতে না মিটতেই ফের বাড়ল রাজ্যের সংক্রমণ। রবিবার রাজ্যে করোনা (Coronavirus Update) আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। একইভাবে বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩৩%। এদিন সুস্থ হয়েছেন ৬৩৪ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৭৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা।

লেটেস্ট ভিডিও