ভগবান কৃষ্ণ এবং রাধার প্রেম নিয়ে নানা গাঁথা প্রচলিত রয়েছে। তাঁদের প্রেম হল আত্মা এবং ঈশ্বরের মিলন, যা নিঃস্বার্থ, ত্যাগের কথা বলে৷ এটি উচ্চ আধ্যাত্মিক মার্গ বলে বিবেচিত। ভক্ত এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক চিত্রিত করে ভগবান কৃষ্ণের উপর অসংখ্য স্তোত্র রচিত হয়েছে। এরকম একটি স্তোত্র হল, "রাধে তেরে চড়োঁ কি ধুলো জো মিল যায়ে..." অনন্যা প্রকাশের গাওয়া।
Last Updated: November 09, 2025, 10:13 IST