আগামী ৪ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলও অথবা বুথ স্তরের অফিসাররা৷ এই বিএলও-রাই ভোটারদের হাতে তুলে দেবেন এনুমারেশন ফর্ম৷ ভোটার তালিকায় নাম রাখতে গেলে এই ফর্ম পূরণ করে বিএলও-দের কাছেই জমা দিতে হবে ভোটারদের৷ কোনও ভোটারকে বাড়িতে না পেলে সেই বাড়িতে সর্বাধিক তিন বার যেতে হবে একজন বিএলও-কে৷ তার পরেও তিনি সেই ভোটারকে না পেলে অথবা বাড়ি তালাবন্ধ থাকলে বিএলও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবেন৷