West Bengal Weather Update: বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপটও, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:
উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের পাশাপাশি দক্ষিণের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটার পর্যন্ত। দুই বঙ্গেই আপাতত আগামী দু’দিন তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। তার পর ধীরে ধীরে পারদ দুই থেকে তিন ডিগ্রি চড়বে।
1/5
আজ, রবিবার ও আগামিকাল, সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এর মধ্যে রবিবার ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে শনিবার ও সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার এই কুয়াশার পরিমাণ বেড়ে যাবে আরও কিছু জেলাতে। এমনটাই জনিয়েছে আবহাওয়া দফতর ৷
আজ, রবিবার ও আগামিকাল, সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এর মধ্যে রবিবার ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে শনিবার ও সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার এই কুয়াশার পরিমাণ বেড়ে যাবে আরও কিছু জেলাতে। এমনটাই জনিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা সকালের দিকে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। আগামিকাল, শনিবার থেকে সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দফতরের।
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা সকালের দিকে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। আগামিকাল, শনিবার থেকে সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দফতরের।
advertisement
3/5
আজ, রবিবার স্বাভাবিকের নীচে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে। এই তাপমাত্রাও সোমবারের পর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আজ, রবিবার স্বাভাবিকের নীচে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে। এই তাপমাত্রাও সোমবারের পর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
advertisement
4/5
কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমছে। আজ, রবিবার ১৩ ডিগ্রির ঘরে পারদ। এবার হাওয়া বদল! আগামিকাল, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। মূলত শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমছে। আজ, রবিবার ১৩ ডিগ্রির ঘরে পারদ। এবার হাওয়া বদল! আগামিকাল, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। মূলত শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/5
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement