নিপা ভাইরাসের-উৎস খুঁজতে এয়ারপোর্ট এলাকায় পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজ়ির টিম, চলছে বাদুরের সমীক্ষা!

Last Updated:
West Bengal Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ এখনও কাটেনি রাজ্যে। ভাইরাসের উৎস খুঁজতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজ়ির প্রতিনিধি দল-সহ কেন্দ্রের বন মন্ত্রক ও অন্যান্যরা মিলে চালাচ্ছে সমীক্ষা। আজও এই প্রতিনিধি দল বাদুড়ের সমীক্ষা চালাচ্ছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়।
1/6
নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ এখনও কাটেনি রাজ্যে। ভাইরাসের উৎস খুঁজতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজ়ির প্রতিনিধি দল-সহ কেন্দ্রের বন মন্ত্রক ও অন্যান্যরা মিলে চালাচ্ছে সমীক্ষা। আজও এই প্রতিনিধি দল বাদুড়ের সমীক্ষা চালাচ্ছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়।
নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ এখনও কাটেনি রাজ্যে। ভাইরাসের উৎস খুঁজতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজ়ির প্রতিনিধি দল-সহ কেন্দ্রের বন মন্ত্রক ও অন্যান্যরা মিলে চালাচ্ছে সমীক্ষা। আজও এই প্রতিনিধি দল বাদুড়ের সমীক্ষা চালাচ্ছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়।
advertisement
2/6
নিপা ভাইরাসের-উৎস খুঁজতে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় গতকাল রাত থেকেই বিভিন্ন গাছে জাল পাতা হয় এবং সকাল থেকেই জালে আটকানো বাদুড়ের শরীরের নমুনা সংগ্রহ করা হচ্ছে,এর পর আরটিপিসিআর টেস্ট করে দেখা হবে তাদের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব আছে কিনা।
নিপা ভাইরাসের-উৎস খুঁজতে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় গতকাল রাত থেকেই বিভিন্ন গাছে জাল পাতা হয় এবং সকাল থেকেই জালে আটকানো বাদুড়ের শরীরের নমুনা সংগ্রহ করা হচ্ছে,এর পর আরটিপিসিআর টেস্ট করে দেখা হবে তাদের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব আছে কিনা।
advertisement
3/6
প্রসঙ্গত, বাংলায় নিপা আতঙ্কের মাঝেই রাজ্যের বন বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলিয়ে কলকাতার বিভিন্ন এলাকা থেকে মোট ৯টি বাদুড় ধরা হয়। প্রতিটি বাদুড়ের শরীর থেকে তিন ধরনের সোয়াব নিয়ে আরটিপিসিআর পরীক্ষা (Bats RT-PCR Test Negative) করা হয়।
প্রসঙ্গত, বাংলায় নিপা আতঙ্কের মাঝেই রাজ্যের বন বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলিয়ে কলকাতার বিভিন্ন এলাকা থেকে মোট ৯টি বাদুড় ধরা হয়। প্রতিটি বাদুড়ের শরীর থেকে তিন ধরনের সোয়াব নিয়ে আরটিপিসিআর পরীক্ষা (Bats RT-PCR Test Negative) করা হয়।
advertisement
4/6
তবে স্বস্তির খবর পরীক্ষার ফলাফলে দেখা যায়, সব বাদুড়ই নিপা ভাইরাসের (Nipah Virus) জন্য নেগেটিভ। তবে একটিতে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছে, যা থেকে স্পষ্ট হয়, ওই বাদুড় অতীতে নিপার সংক্রমণ বহন করেছিল। অর্থাৎ, বর্তমানে কোনও বাদুড়ের শরীরে ভাইরাস নেই। যদিও সমীক্ষা এখনও চলছে।
তবে স্বস্তির খবর পরীক্ষার ফলাফলে দেখা যায়, সব বাদুড়ই নিপা ভাইরাসের (Nipah Virus) জন্য নেগেটিভ। তবে একটিতে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছে, যা থেকে স্পষ্ট হয়, ওই বাদুড় অতীতে নিপার সংক্রমণ বহন করেছিল। অর্থাৎ, বর্তমানে কোনও বাদুড়ের শরীরে ভাইরাস নেই। যদিও সমীক্ষা এখনও চলছে।
advertisement
5/6
অন্যদিকে, বারাসতের হাসপাতালে চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁর আরও একবার আরটিপিসিআর পরীক্ষা নেগেটিভ এলেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
অন্যদিকে, বারাসতের হাসপাতালে চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁর আরও একবার আরটিপিসিআর পরীক্ষা নেগেটিভ এলেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
advertisement
6/6
তবে এখনও তাঁর ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন। যাঁদের সংস্পর্শে এসেছিলেন দুই নার্স, তাঁদের নমুনাগুলো কল্যাণী এইমস ও বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সব রিপোর্ট নেগেটিভ এসেছে।
তবে এখনও তাঁর ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন। যাঁদের সংস্পর্শে এসেছিলেন দুই নার্স, তাঁদের নমুনাগুলো কল্যাণী এইমস ও বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সব রিপোর্ট নেগেটিভ এসেছে।
advertisement
advertisement
advertisement