South 24 Parganas News: গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার 

Last Updated:
গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার। সেই কভারে গঙ্গাসাগর মেলার বর্ণনা রয়েছে। বলা হয়েছে,
1/5
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার। সেই কভারে গঙ্গাসাগর মেলার বর্ণনা রয়েছে। বলা হয়েছে,
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার। সেই কভারে গঙ্গাসাগর মেলার বর্ণনা রয়েছে। বলা হয়েছে, "গঙ্গাসাগর মেলা ঐতিহ্য, ভক্তি, আবেগ ও আধ্যাত্মিক বিশ্বাসের মিলনস্থল।" ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
এই বিশেষ কভারের উদ্বোধন করেছেষ ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র গুপ্তা। মকর সংক্রান্তির সময়ে গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়া পূর্ণার্থীদের গঙ্গাস্নান এবং কপিল মুনির আশ্রমে শ্রদ্ধা নিবেদনের ঐতিহ্যকে স্মরণ করতে এই বিশেষ ডাক কভার প্রকাশ করা হয়েছে।
এই বিশেষ কভারের উদ্বোধন করেছেষ ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র গুপ্তা। মকর সংক্রান্তির সময়ে গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়া পূর্ণার্থীদের গঙ্গাস্নান এবং কপিল মুনির আশ্রমে শ্রদ্ধা নিবেদনের ঐতিহ্যকে স্মরণ করতে এই বিশেষ ডাক কভার প্রকাশ করা হয়েছে।
advertisement
3/5
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার প্রমুখ। এই কভারটি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। গঙ্গাসাগর মেলাকে সারাদেশের লোক এর ফলে জানতে পারবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার প্রমুখ। এই কভারটি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। গঙ্গাসাগর মেলাকে সারাদেশের লোক এর ফলে জানতে পারবে।
advertisement
4/5
বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় কভারটির উপর গঙ্গাসাগরে মেলার বিষয়ে লেখা হয়েছে। এখানে সারা দেশ থেকে লোক আসে বলে জানানো হয়েছে।
বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় কভারটির উপর গঙ্গাসাগরে মেলার বিষয়ে লেখা হয়েছে। এখানে সারা দেশ থেকে লোক আসে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
গঙ্গাসাগর মেলায় এবছর এসেছেন ১ কোটি ৩০ লক্ষ পূণ্যার্থী। ফলে এই বিশেষ ডাক কভার সকলের কাছে একটি স্মরণীয় কভার হয়ে থাকল। এই কভারটি চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
গঙ্গাসাগর মেলায় এবছর এসেছেন ১ কোটি ৩০ লক্ষ পূণ্যার্থী। ফলে এই বিশেষ ডাক কভার সকলের কাছে একটি স্মরণীয় কভার হয়ে থাকল। এই কভারটি চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement