advertisement

Second Hooghly Bridge: রাত পোহালেই বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যেতে হবে বিকল্প রুট দিয়ে! কখন থেকে কখন বন্ধ থাকবে?

Last Updated:
Second Hooghly Bridge: আবারও বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! রবিবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সেতু মেরামতি বিয়ারিং ও ক্যাবল পরিবর্তনের কারণে হাওড়া থেকে কলকাতা সংযোগকারী বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতু বন্ধ।
1/6
হাওড়া, রাকেশ মাইতি: আবারও বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! রবিবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সেতু মেরামতি বিয়ারিং ও ক্যাবল পরিবর্তনের কারণে হাওড়া থেকে কলকাতা সংযোগকারী বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতু বন্ধ। প্রতিদিন হাওড়া, হুগলি, বর্ধমান এবং মেদিনীপুর-সহ বিভিন্ন জেলা ও রাজ্যের সঙ্গে কলকাতার যুক্তকারী সেতু এটি।
হাওড়া, রাকেশ মাইতি: আবারও বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! রবিবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সেতু মেরামতি বিয়ারিং ও ক্যাবল পরিবর্তনের কারণে হাওড়া থেকে কলকাতা সংযোগকারী বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতু বন্ধ। প্রতিদিন হাওড়া, হুগলি, বর্ধমান এবং মেদিনীপুর-সহ বিভিন্ন জেলা ও রাজ্যের সঙ্গে কলকাতার যুক্তকারী সেতু এটি।
advertisement
2/6
দীর্ঘ মেয়াদি সেতু মেরামতির অঙ্গ হিসেবে রবিবার ২৫/০১/২৬, অর্থাৎ আগামী কাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে কলকাতাগামী ও কলকাতা থেকে অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী যানবাহনগুলি, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করতে পারবে। 
দীর্ঘ মেয়াদি সেতু মেরামতির অঙ্গ হিসেবে রবিবার ২৫/০১/২৬, অর্থাৎ আগামী কাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে কলকাতাগামী ও কলকাতা থেকে অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী যানবাহনগুলি, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করতে পারবে।
advertisement
3/6
এদিন যান চলাচলের ক্ষেত্রে হাওড়া সিটি পুলিশের তরফে যান চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করেছে। বিদ্যাসাগর সেতু ব্যবহার করে কলকাতার দিকে যেতে ইচ্ছুক পণ্যবাহী যানবাহন ব্যতীত অন্যান্য সমস্ত যান হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু), নিবেদিতা সেতু বা ওল্ড বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। 
এদিন যান চলাচলের ক্ষেত্রে হাওড়া সিটি পুলিশের তরফে যান চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করেছে। বিদ্যাসাগর সেতু ব্যবহার করে কলকাতার দিকে যেতে ইচ্ছুক পণ্যবাহী যানবাহন ব্যতীত অন্যান্য সমস্ত যান হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু), নিবেদিতা সেতু বা ওল্ড বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
advertisement
4/6
১৬ নম্বর জাতীয় সড়ক বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী যান যারা কোলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা ধুলাগড়-নিবরা-সালাপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারেন। ডানকুনি দিক থেকে আসা পণ্যবাহী যান, যারা কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চান তারা কলকাতার দিকে যাওয়ার জন্য হুগলি ব্রিজ, নিবেদিতা সেতু পাওয়া যাবে।
১৬ নম্বর জাতীয় সড়ক বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী যান যারা কোলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা ধুলাগড়-নিবরা-সালাপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারেন। ডানকুনি দিক থেকে আসা পণ্যবাহী যান, যারা কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চান তারা কলকাতার দিকে যাওয়ার জন্য হুগলি ব্রিজ, নিবেদিতা সেতু পাওয়া যাবে।
advertisement
5/6
কলকাতা থেকে হাওড়া গামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু পেতে চান তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন। পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া- জিটি রোড- ব্যতাইতলা- আন্দুল রোড- আলমপুর- এনএইচ ১৬ - ধুলাগড়- রানিহাটি বা হ্যাং সাং ক্রসিং - কোনা এক্সপ্রেসওয়ে - নিবরা - বাম দিক হয়ে - এন এইচ ১৬ - অঙ্কুরহাটি - ধুলাগড়- কোলাঘাটের দিকে যাওয়ার জন্য রানিহাটি।
কলকাতা থেকে হাওড়া গামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু পেতে চান তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন। পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া- জিটি রোড- ব্যতাইতলা- আন্দুল রোড- আলমপুর- এনএইচ ১৬ - ধুলাগড়- রানিহাটি বা হ্যাং সাং ক্রসিং - কোনা এক্সপ্রেসওয়ে - নিবরা - বাম দিক হয়ে - এন এইচ ১৬ - অঙ্কুরহাটি - ধুলাগড়- কোলাঘাটের দিকে যাওয়ার জন্য রানিহাটি।
advertisement
6/6
পণ্যবাহী যানবাহন ব্যতীত ডানকুনি পর্যন্ত যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং-কোনা ব্যবহার করতে পারে এক্সপ্রেসওয়ে-এনএইচ ১৬ - পাকুরিয়া- CCR ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- সাইলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সালাপ- এনএইচ ১৬ - পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতি পাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতি পাড়া। রবিবার ২৫/০১/২৬ তারিখে ০৫: ০০ 05:00 ঘন্টা থেকে ২১:০০ ঘন্টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে, বিজ্ঞপ্তি হাওড়া সিটি পুলিশের । 
পণ্যবাহী যানবাহন ব্যতীত ডানকুনি পর্যন্ত যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং-কোনা ব্যবহার করতে পারে এক্সপ্রেসওয়ে-এনএইচ ১৬ - পাকুরিয়া- CCR ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- সাইলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সালাপ- এনএইচ ১৬ - পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতি পাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতি পাড়া। রবিবার ২৫/০১/২৬ তারিখে ০৫: ০০ 05:00 ঘন্টা থেকে ২১:০০ ঘন্টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে, বিজ্ঞপ্তি হাওড়া সিটি পুলিশের ।
advertisement
advertisement
advertisement