advertisement

Saraswati Puja 2026: মণ্ডপের সামনে এলেই বেরিয়ে আসছে প্রতিমা! হাওড়ার বিখ্যাত সরস্বতী পুজো, দর্শক-আকর্ষণে টেক্কা দেয় দুর্গাপুজোকেও

Last Updated:
Saraswati Puja 2026: জলাশয়ের সামনে দাঁড়ালেই মণ্ডপের ভিতর থেকে বেরিয়ে আসছেন দেবী সরস্বতী। ছোটদের পাশাপাশি বড়রাও এই প্রক্রিয়া ভীষণভাবে উপভোগ করেন।
1/5
৮০ বছরে পা দিল বালির প্রফুল্ল সমিতির থিমের সরস্বতী পুজো। মণ্ডপের সামনে হাজির হলেই প্রতিমা মণ্ডপ থেকে বেরিয়ে আসেন। দর্শক-আকর্ষণে এই পুজো যেন হার মানায় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেও! প্রত্যেক বারের মতো এবারও জলের মধ্যে ঠাকুর বালির এই পুজোয়। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
৮০ বছরে পা দিল বালির প্রফুল্ল সমিতির থিমের সরস্বতী পুজো। মণ্ডপের সামনে হাজির হলেই প্রতিমা মণ্ডপ থেকে বেরিয়ে আসেন। দর্শক-আকর্ষণে এই পুজো যেন হার মানায় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেও! প্রত্যেক বারের মতো এবারও জলের মধ্যে ঠাকুর বালির এই পুজোয়। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
এবারের থিম রাজস্থানের বিখ্যাত 'শীষ মহল'। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই পুজোটি একটি পুকুরকে কেন্দ্র করে করা হয়েছে। পুরো পুকুরের একদিকে থিমের প্যান্ডেল করা হয়েছে, তার ভিতর থেকে মেশিনের সাহায্যে জলের মধ্যে বেরিয়ে আসেন দেবী সরস্বতী।
এবারের থিম রাজস্থানের বিখ্যাত 'শীষ মহল'। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই পুজোটি একটি পুকুরকে কেন্দ্র করে করা হয়েছে। পুরো পুকুরের একদিকে থিমের প্যান্ডেল করা হয়েছে, তার ভিতর থেকে মেশিনের সাহায্যে জলের মধ্যে বেরিয়ে আসেন দেবী সরস্বতী।
advertisement
3/5
মণ্ডপের সামনে হাজির হলে দেখা যাবে জলের উপর বিশালাকার মণ্ডপ। কিছুক্ষণ অপেক্ষা করলেই মণ্ডপের ভিতর থেকে বেরিয়ে আসেন দেবী সরস্বতী। দীর্ঘ ৮০ বছর ধরে এই ধারণা অটুট রেখেছেন পুজো উদ্যোক্তারা।
মণ্ডপের সামনে হাজির হলে দেখা যাবে জলের উপর বিশালাকার মণ্ডপ। কিছুক্ষণ অপেক্ষা করলেই মণ্ডপের ভিতর থেকে বেরিয়ে আসেন দেবী সরস্বতী। দীর্ঘ ৮০ বছর ধরে এই ধারণা অটুট রেখেছেন পুজো উদ্যোক্তারা।
advertisement
4/5
দুর্গাপুজোয় জেলার বিভিন্ন প্রান্তে দর্শনীয় মণ্ডপসজ্জা দেখা গেলেও সরস্বতী পুজোয় প্রতিবছর জেলার মানুষের আকর্ষণ থাকে এই পুজো। তার অন্যতম কারণ এখানকার প্রতিমা দর্শনের প্রক্রিয়া। জলাশয়ের সামনে দাঁড়ালেই মণ্ডপের ভিতর থেকে বেরিয়ে আসেন প্রতিমা। জলের উপরে বিশালাকার মণ্ডপ, অটোমেটিকের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসছে প্রতিমা। ছোটদের পাশাপাশি বড়রাও এই প্রক্রিয়া ভীষণভাবে উপভোগ করেন।
দুর্গাপুজোয় জেলার বিভিন্ন প্রান্তে দর্শনীয় মণ্ডপসজ্জা দেখা গেলেও সরস্বতী পুজোয় প্রতিবছর জেলার মানুষের আকর্ষণ থাকে এই পুজো। তার অন্যতম কারণ এখানকার প্রতিমা দর্শনের প্রক্রিয়া। জলাশয়ের সামনে দাঁড়ালেই মণ্ডপের ভিতর থেকে বেরিয়ে আসেন প্রতিমা। জলের উপরে বিশালাকার মণ্ডপ, অটোমেটিকের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসছে প্রতিমা। ছোটদের পাশাপাশি বড়রাও এই প্রক্রিয়া ভীষণভাবে উপভোগ করেন।
advertisement
5/5
এই পুজোর দর্শনীয় মণ্ডপসজ্জা জেলার মানুষকে প্রতিবছর আকৃষ্ট করে। সাধারণ মানুষকে আরও বেশি আনন্দ জোগাতে এখানে মেলারও আয়োজন করা হয়। প্রতিমা ও মণ্ডপ দেখার পাশাপাশি এখানকার মেলার আনন্দও ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
এই পুজোর দর্শনীয় মণ্ডপসজ্জা জেলার মানুষকে প্রতিবছর আকৃষ্ট করে। সাধারণ মানুষকে আরও বেশি আনন্দ জোগাতে এখানে মেলারও আয়োজন করা হয়। প্রতিমা ও মণ্ডপ দেখার পাশাপাশি এখানকার মেলার আনন্দও ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement