advertisement

বাদুড়ের দেহে ভয়ঙ্কর 'নিপা'...! আলিপুরের তিন-তিনটি বাদুড়ের রক্ত পরীক্ষার পর মিলল প্রমাণ 

Last Updated:
Nipah Virus: আলিপুরে পরীক্ষা করা সাতটি বাদুড়ের মধ্যে তিনটি বাদুড়ের দেহরস এবং রক্তে নিপার আইজিজি অ্যান্টিবডি মিলেছে। ফলে তারা কোনও সময় নিপাতে আক্রান্ত হয়েছিল।
1/5
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বাদুড়ের দেহেই ছিল নিপা আলিপুরের বাদুড় পরীক্ষার পর মিলল প্রমাণ। আলিপুরে পরীক্ষা করা সাতটি বাদুড়ের মধ্যে তিনটি বাদুড়ের দেহরস এবং রক্তে নিপার আইজিজি অ্যান্টিবডি মিলেছে। ফলে তারা কোনোও সময় নিপাতে আক্রান্ত হয়েছিল। ছবি ও তথ্য: নবাব মল্লিক
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বাদুড়ের দেহেই ছিল নিপা আলিপুরের বাদুড় পরীক্ষার পর মিলল প্রমাণ। আলিপুরে পরীক্ষা করা সাতটি বাদুড়ের মধ্যে তিনটি বাদুড়ের দেহরস এবং রক্তে নিপার আইজিজি অ্যান্টিবডি মিলেছে। ফলে তারা কোনও সময় নিপাতে আক্রান্ত হয়েছিল। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
আলিপুরে বহু কসরত করে জাল বিছিয়ে নিপার বাহক ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুড় ধরা হয়েছিল। অপরদিকে বারাসতের কাজিপাড়া এলাকায় কুবেরপুরে ধরা পড়া ৯টি বাদুড়ের মধ্যে একটির শরীরে নিপা ভাইরাসের অ্যান্টিবডি মিলেছে।
আলিপুরে বহু কসরত করে জাল বিছিয়ে নিপার বাহক ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুড় ধরা হয়েছিল। অপরদিকে বারাসতের কাজিপাড়া এলাকায় কুবেরপুরে ধরা পড়া ৯টি বাদুড়ের মধ্যে একটির শরীরে নিপা ভাইরাসের অ্যান্টিবডি মিলেছে।
advertisement
3/5
কলকাতা বিমানবন্দরে ধরা হয়েছিল পাঁচটি বাদুড়। তার মধ্যে চারটি বাদুড়ের দেহেই মিলেছে নিপার অ্যান্টিবডি। সমস্ত দিক বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে‌।উল্লেখ্য আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল।
কলকাতা বিমানবন্দরে ধরা হয়েছিল পাঁচটি বাদুড়। তার মধ্যে চারটি বাদুড়ের দেহেই মিলেছে নিপার অ্যান্টিবডি। সমস্ত দিক বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে‌।উল্লেখ্য আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল।
advertisement
4/5
ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে গিয়েছিল ওই টিম।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে গিয়েছিল ওই টিম।
advertisement
5/5
স্বাস্থ্যদফতরের এনআইভি, আইসিএমআর মিলে এই পরীক্ষা করছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য বনদফতর। চিড়িয়াখানায়ও টিম গিয়ে বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। যার ফলে এসেছে এবার। ছবি ও তথ্য: নবাব মল্লিক
স্বাস্থ্যদফতরের এনআইভি, আইসিএমআর মিলে এই পরীক্ষা করছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য বনদফতর। চিড়িয়াখানায়ও টিম গিয়ে বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। যার ফলে এসেছে এবার। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement